সম্প্রতি হেভেন টিউনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে শিল্পী রিফাত হাসানের ইসলামী নাশেদ "পাপের পাহাড়"।
নাশেদটির কথা লেখেছেন নূর উদ্দিন চৌধুরী শাহেদ ও সুর করেছেন নাবিল আদনান।
নাশেদটির কথা লেখেছেন নূর উদ্দিন চৌধুরী শাহেদ ও সুর করেছেন নাবিল আদনান।
ছোট বেলা থেকে রিফাত হাসানের স্বপ্ন একজন ইসলামী সংগীতশিল্পী হওয়ার, এরই ধারাবাহিকতায় তিনি বেশ কিছু গান ও গজল গেয়েছেন। তিনি দোয়া ও শুভকামনা চেয়েছেন সবার কাছে।
উল্লেখ, এর আগেও শিল্পী রিফাত হাসানের দেশাত্মবোধক গান 'আমার সোনার বাংলাদেশ", 'ঘনীভূত মসিবত', আমাকে আপন ভেবে', 'আকাশের নীলিমায়' ও 'আমার মন ছুটে যায়' গান গুলো বেশ আলোচনা ও প্রশংসনীয় হয়।
'পাপের পাহাড়' নাশেদের ভিডিও :-
Tags:
সঙ্গীতাঙ্গন