সত্য ঘটনার অনুপ্রেরণায় ‘দম’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন রেদওয়ান রনি। আগেই ঘোষণা দেওয়া হয়েছিল সিনেমাটিতে থাকছেন চঞ্চল চৌধুরী।
এবার জানা গেল, সিনেমাটিতে যুক্ত হয়েছেন আফরান নিশো। এমনটা নিশ্চিত করেছেন নায়ক নিজেই।
আফরান নিশো বলেন, ‘এমন গল্পের সিনেমা দেশে হয়েছে বলে জানা নেই। ‘দম’ একটি সার্ভাইবাল ইনস্পিরেশনাল গল্পের সিনেমা হতে যাচ্ছে।’
এমন ধরনের গল্প নিয়ে বিশেষ দুর্বলতা রয়েছে নিশোর। তার ভাষ্যে, এ ধরনের গল্পে একটা উত্তেজনা থাকে।
নিশো আরো বলেন, ‘আমার অভিনীত সুড়ঙ্গ, দাগি গল্প নির্ভর সিনেমা এবং পারফরমেন্স বেইজ, যেটা আমি মেইনটেইন করার চেষ্টা করি। ‘দম’ও তার ব্যতিক্রম কিছু না।
খুব শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটি মুক্তি পাবে ২০২৬ সালের ঈদুল ফিতরে।
-কালের কন্ঠ
Tags:
চলচিত্র