ভারতের যেসব ছবি মুক্তির অপেক্ষায়



 ১৪৬ কোটির জনবহুল দেশ ভারত। দেশটিতে রয়েছে বেশ কিছু প্রতিষ্ঠিত ফিল্ম ইন্ডাস্ট্রি। চলতি বছরে এসব ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে। তবে সব সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলেতে পারেনি। বক্স অফিসে সাড়া জাগানো সিনেমা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইএমডিবি। ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার পাঁচ সিনেমা নিয়ে এই প্রতিবেদন—

ছাবা
রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল অভিনীত আলোচিত সিনেমা ‘ছাবা’। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় এটি। সিনেমাটির গল্প শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের ওপর ভিত্তি করে এগিয়েছে। ছত্রপতি সম্ভাজি মহারাজের চরিত্রে ভিকি কৌশল ও মোগল সম্রাট আওরঙ্গজেবের চরিত্র রূপায়ন করেছেন অক্ষয় খান্না। সম্ভাজি মহারাজের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। 
১. আইএমডিবির রেটিং: ৭.৩। 
২. বাজেট: ১৫০ কোটি রুপি।
৩. বিশ্বব্যাপী প্রথম দিনের আয়: ৪৭.২৫ কোটি রুপি।
৪. বিশ্বব্যাপী আয়: ৮০১.৯০ কোটি রুপি।
৫. ভারতে আয় (নিট): ৫৯৯.৯৫ কোটি রুপি।
৬. বিদেশে আয়: ৯১ কোটি রুপি।
৭. ভারতে আয় (গ্রস): ৭১০.৯০ কোটি রুপি।
৮. আইএমডিবির মন্তব্য: ব্লকবাস্টার।

সংক্রান্তিকি বস্তুনাম
চলতি বছরের ১৪ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার সিনেমা ‘সংক্রান্তিকি বাস্তুনাম’। অনীল রবিপুড়ি পরিচালিত অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভেঙ্কটেশ। তাছাড়াও আছেন মীনাক্ষী চৌধুরী, ঐশ্বরিয়া রাজেশ প্রমুখ। প্রাক্তন এক পুলিশ সদস্য গুরুত্বপূর্ণ এক ব্যক্তিকে উদ্ধারের গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটির কাহিনি।
১. আইএমডিবির রেটিং: ৬.২।  
২. বাজেট: ৬৫ কোটি রুপি।
৩. বিশ্বব্যাপী প্রথম দিনের আয়: ৩৫ কোটি রুপি।
৪. বিশ্বব্যাপী আয়: ২৬৭.০৫ কোটি রুপি।
৫. ভারতে আয় (নিট): ২১৩.৭ কোটি রুপি।
৬. বিদেশে আয়: ৩৫.৫০ কোটি রুপি।
৭. ভারতে আয় (গ্রস): ২৩১.৫৫ কোটি রুপি।
৮. আইএমডিবির মন্তব্য: ব্লকবাস্টার।

নবীনতর পূর্বতন