‘কাজলরেখা’র পর একসাথে দেখা যায়নি শরিফুল রাজ- মন্দিরা চক্রবর্তী জুটিকে। এবার ‘নীলচক্র’র নির্মাতা মিঠু খানের পরিচালনায় আবারও সিনেমায় জুটি বাঁধছেন তারা। সিনেমার প্রাথমিক নাম রাখা হয়েছে ‘প্রতিদ্বন্দী’। মফস্বলের অন্যরকম ভালোবাসার গল্প নিয়ে এই সিনেমায় রাজ- মন্দিরার ভিন্ন রকম রসায়ন দেখবে দর্শক। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ চলছে। অভিনয়ে আরও থাকতে পারেন ফজলুর রহমান বাবু, প্রিয়ন্তি উর্বীর মতো তারকারা। সব ঠিক থাকলে ২০২৬ সালের ঈদুল আজহায় মুক্তি পাবে সিনেমাটি।
Tags:
চলচিত্র