ইউটিউবে মুক্তি পেয়েছে ক্যাপিটাল ড্রামার নতুন নাটক ‘খোয়াবনামা’। নাটকটির পোস্টার প্রকাশের পর থেকেই আগ্রহ ছিল দর্শকদের। মুক্তির পর সাড়াও ফেলেছে বেশ। রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার এ নাটকটি মুক্তির ২ দিনেই ২৯ লাখেরও বেশি দর্শক দেখেছে।
খোয়াবনামার প্রধান চরিত্রে দেখা গেছে অভিনেতা তৌসিফ মাহবুবকে। নাটকটিতে তরুণ এবং বৃদ্ধ, দুই লুকে দেখা গেছে তাকে। দুই লুকে প্রশংসা পেলেও জ্যান্ত লাশ হয়ে কবরে শোয়া এবং বৃদ্ধ লুকের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্যে বয়স্ক সাজা তার জন্য সহজ ছিল না।
Tags:
নাটক