ভক্তদের কারনেই আজ আমি হিরো হতে পেরেছি-হিরো আলম


সময়ের আলোচিত ব্যক্তি,যাকে নিয়ে পুরো বিশ্বে তোলপাড় তিনি আমাদের সবার প্রিয় হিরো আলম।
তার ব্যক্তি জীবন বা তার হিরো হওয়ার গল্পটা সবারই জানা।
তবে আজ আমরা এই মানুষটির সম্পর্কে নতুন কিছু তথ্য জানবো।

সম্প্রতি তারকানিউজ.কম এর সাথে তার দীর্ঘক্ষন এক আলাপচারিতায় উঠে আসে তার অজানা সব তথ্য।
নিম্নে পাঠকদের জন্য তা দেওয়া হলো।

:কেমন আছেন?

আলম:জী,ভাল আপনি ?

:ভাল আছি,বর্তমান কাজ নিয়ে জানতে চাই।

আলম: বর্তমানে আমি বিভিন্ন কাজে  শুটিং নিয়ে ব্যস্ত আছি।
তার মধ্যে উল্লেখ যোগ্য হলো,হুমায়ুন ভবনের ধারাবাহিক নাটক "বিউটি কুইন" ,আরটিভে মাইনাসে মাইনাসে প্লাস,সিএমভি তে ফজলুর রহমান বাবুর একটা মিউজিক ভিডিওতে এছাড়াও ১৪ই ফেব্রুয়ারী ইউটিউবের জন্য "হিরো আলম পাগল প্রেমিক" ও "এলাকার বড় ভাই" নামে দুইটা শর্টফিল্মে কাজ করছি।

:বর্তমানে ইন্ডিয়াতে আপনাকে নিয়ে বেশ তোলপাড়,আপনাকে নিয়ে তারা ভিডিও বানায়,এ নিয়ে আপনার অনুভূতি কি ?

আলম:অবশ্যই ভাল। ইন্ডিয়ার মত এত বড় একটা দেশে আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে খুব ভাল লাগছে। আমি প্রায় সেগুলো দেখি।

:আপনার প্রিয় নায়ক কে?

আলম: সালমান শাহ,যাকে আমি ছোট বেলা থেকে অনুসরন করি,এখনো করি।

:আপনি তো হিরো হতে চেয়েছেন এবং হয়েছেন,আপনার আর কোন স্বপ্ন আছে কি ?

আলম: জী আমার আরেকটা স্বপ্ন হলো আমি বড় পর্দায় কাজ করতে চাই।
বড় পর্দায় যেতে পারলেই ভাববো সফল হয়েছি। 
বড় কোন মুভিতে কাজ করাটাই এখন আমার একমাত্র লক্ষ্য।

:দেশ-বিদেশ থেকে অনেক ভক্ত আপনাকে ফোন করে,আপনি কি বিরক্ত বোধ করেন ?

আলম: না আমি একটুও বিরক্ত হয়না।
ভক্তদের কারনেই আজ আমি হিরো হতে পেরেছি। তাদের ভালবাসাই আমার অনুপ্রেরনা।আমি কোন অহংকার করিনা। আমি  তাদের ভালবাসা ধরে রাখতে চাই।
প্রমান করতে চাই আমিই সেরা আর সাধারন ভাবেই থাকতে চাই।

:আপনার আগেও অনেকে হিরো হতে চেয়েও পারেনি কেন ?

আলম: আসলে কখন কার কি ভাল লাগে কেউ জানেনা,নিশ্চয় আমার ভিডিও একটু ব্যতিক্রম ছিল।
যা আমাকে অল্পসময়ে এত জনপ্রিয়তা দিয়েছে। 

:দেশের বাইরে থেকে কোন প্রস্তাব পেয়েছেন কিনা ?

আলম: হ্যা পেয়েছি,প্রায় আমাকে ভক্তরা  ইন্ডিয়া থেকে ফোন করে। আমার সাথে কাজ করতে চায় তারা।
ইন্ডিয়া,সোদি আরব সহ প্রায় অনেক দেশেই আমাকে নিয়ে নিউজ করে,
দেখে খুবই ভাল লাগে।
সম্প্রতি চীনে ও আমাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে।

:আপনার জীবনের শেষ ইচ্ছা কি ?

আলম: বয়স হয়েছে,একদিন তো চলেই যাবো তাই দর্শকদের এমন কিছু দিয়ে যেতে চাই যাতে  আমাকে সবাই আজীবন মনে রাখে।

: তারকানিউজ.কমকে নিয়ে যদি কিছু বলতেন।

আলম: তারকানিউজকে অসংখ্য ধন্যবাদ আমাদের মত প্রতিভাবানদের নিয়ে নিউজ করছে। আমাদের অজানা কথা তুলে ধরছে।

:ধন্যবাদ আপনাকে।

আলম:আপনাকেও ধন্যবাদ।



নবীনতর পূর্বতন