কলকাতার জনপ্রিয় গায়ক ও সংগীত শিল্পীকে নিয়ে এবার গান গাইলেন বাংলাদেশে তরুন গায়ক স্বপ্নিল জোয়াদ্দার। নিলঞ্জনা গান দিয়ে তিনি বেশ জনপ্রিয়তা পান।
সম্প্রতি "প্রিয় নচিকেতা" শিরোনামে নতুন একটি অডিও এলবামের কাজ শেষ করেছেন তিনি।
আসছে মার্চ মাসে এলবামটি মুক্তি পাবে বলে
স্বপ্নিল জোয়াদ্দার তারকানিউজকে জানান।
তিনি আরো জানান,নচিকেতা আমার প্রিয় শিল্পী,আমার অনুপ্রেরনা,তাই আমি ভালবেসেই উনাকে নিয়ে এই এলবামটি করলাম। আশা করছি শ্রোতাদের ভাল লাগবে।
উল্লেখ্য,নচিকেতা কে নিয়ে প্রথমবারের মত গান করেন সৌমজিত পাল।
Tags:
বিনোদন