তানিয়া আহমেদ মিষ্টির পরিচালনায়
"ভালবাসা এমনি হয়" নতুন একটি ছবির কাজ করছেন মীম ও ইরফান সাজ্জাদ।
জাজ ও ইম্প্রেস টেলিফিল্ম যোথভাবে
এ ছবির কাজ পরিচালনা করছে।
গতকাল ইউটিউবে মুক্তি পায় মীমের নতুন একটি আইটেম গান।
মাত্র একদিনেই গানটি ৬ লাখ ছাড়িয়েছে।
ছবিটি নিয়ে বেশ আশাবাদী সকলে।
Tags:
বিনোদন