নতুন বছরে ভিন্ন মাত্রার একটি নতুন গান নিয়ে হাজির হলেন জনপ্রিয় সংগীত শিল্পী ইলিয়াস হোসাইন।
সম্প্রীতি "প্রণয়" শিরোনামে নতুন একটি গানের কাজ শেষ করলেন।
আসছে ১০ই জানুয়ারী গানটি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি।
গানটি লিখেছেন রঞ্জু রেজা এবং সুর ও সংগীতায়োজন করেছেন জে.কে ।
ইয়ামিন ইলানের নির্দেশনায় গানটি ভিডিও সম্পন্ন হয়েছে।
গানটি নিয়ে ইলিয়াস তার ভক্তদের একটি ভিডিও বার্তা দিয়েছে।
তিনি জানান,গানটি আমার অন্য গানের চেয়ে একটু আলাদা,আশা করি গানটি সবার ভাল লাগবে।
Tags:
বিনোদন