খান মাহীর পরিচালনায় রাদিতের নতুন মিউজিক ভিডিও


ভালবাসা দিবসকে সামনে রেখে সম্প্রতি ইউটিউবে মুক্তি পেল সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী নাহিন তানাজ্জিনা রাদিতের নতুন একটি মিউজিক ভিডিও।

"নির্জন যুমনার কূলে" শিরোনামে এই গানটি লিখেছেন রাধা রমান এবং সঙ্গীতায়োজন করেন ফরহাদ। গানের মিউজিক ভিডিও পরিচালনা করেন  জনপ্রিয় মডেল ও পরিচালক খান মাহী।

গানটি সম্প্রতি আজব রিকোর্ডের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
উল্লেখ্য,
"নির্জন যুমনার কূলে" শিরোনামে এই গানটি রাদিতের 'ফোক বিটস' এলবামের একটি গান।


নবীনতর পূর্বতন