a মুক্তি পেল তিশমার নতুন মিউজিক ভিডিও 'মনে মনে তোমাকে ভালবাসি' - তারকানিউজ.কম

মুক্তি পেল তিশমার নতুন মিউজিক ভিডিও 'মনে মনে তোমাকে ভালবাসি'সম্প্রতি রিলিজ হলো পপ সিঙ্গার তিশমা’র নতুন একটি
মিউজিক ভিডিওর নাম ‘মনে মনে তোমাকে ভালোবাসি মনে হয়’।তার ১৩তম সলো অ্যালবাম ‘রয়্যালটি’র গান।

এই গানের অফিশিয়াল মিউজিক ভিডিও এখন দেখা যাচ্ছে তিশমার ইউটিউব চ্যানেলে। গানে বাংলা ও ইংরেজি কথা ব্যবহার করা হয়েছে। বাংলা কথাগুলোর গীতিকার অনুরূপ আইচ, ইরেজী কথা লেখার পাশাপাশি সুর ও সঙ্গীত করেছেন তিশমা নিজেই।
তিনি জানালেন- ‘অ্যালবামটি থেকে ৩টি গান
অনলাইনে রিলিজ করেছি এখন। বাকি গানগুলোও একে একে অনলাইনে শুনতে পাবেন শ্রোতারা’।


EmoticonEmoticon