বিতর্ক
যেন পিছু ছাড়ছেনা জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশোর। এরই মধ্যে
বেরসাকরী টেলিভিশন চ্যানেল ইটিভি থেকে তাকে চাকুরীচ্যুত করার খবর বেরিয়েছে।
বুধবার
টেলিভিশন চ্যানেলটির কোম্পানি সচিব ও মানব সম্পদ প্রধান মো. আতিকুর রহমান
স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনুষ্ঠান বিভাগ প্রধান ফারহানা শবনম
নিশোকে কর্তৃপক্ষের আদেশক্রমে বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর
হবে।’
এদিকে ফারহানা নিশোর চাকরিচ্যুতির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারওয়ান বাজারের মিডিয়া পল্লীতে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামির সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ কারণেই একুশে টিভি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে অব্যাহতি দিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এদিকে ফারহানা নিশোর চাকরিচ্যুতির খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কারওয়ান বাজারের মিডিয়া পল্লীতে ব্যাপক জল্পনা-কল্পনা শুরু হয়। ধারণা করা হচ্ছে, সম্প্রতি বনানীতে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণ মামলার আসামির সাথে নিশোর একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ কারণেই একুশে টিভি কর্তৃপক্ষ প্রতিষ্ঠানের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে অব্যাহতি দিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
২০১৫ সালের ২৬ ডিসেম্বর একুশে টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান হিসেবে যোগ দিয়েছিলেন ফারহানা নিশো।
প্রসঙ্গত,
উপস্থাপক এবং সংবাদ পাঠিকা হিসেবে এখনও ভালোই জনপ্রিয় ফারহানা নিশো।
পাশাপাশি চ্যানেল ওয়ান ও বৈশাখী টিভির করপোরেট অ্যাফেয়ার্স বিভাগের প্রধান
হিসেবেও কাজ করেছেন দীর্ঘদিন। ২০০৩
সালে এনটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে ক্যারিয়ার শুরু হলেও মাঝে
গ্রামীণফোনের টেকনিক্যাল ডিভিশন ও ওয়ারিদ টেলিকমে প্রোজেক্ট ম্যানেজমেন্ট
বিভাগেও কাজ করেন বেশ কিছুদিন।
Tags:
বিনোদন