সম্প্রতি,ডাক্তারদের জীবন যাপন, আনন্দ-বেদনা, মানুষের প্রতি দায়িত্ব , সমবেদনা ত্যাগ ইত্যাদি নিয়ে একটি থীম সং তৈরী করেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ও সুরকার ফরিদ আহমেদ । গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। গানটির কথা লিখেছেন মহিদুল মহিম ও ডাঃ সাকলায়েন রাসেল । গানের সুর ও সংগীত পরিচালনা করেন ফরিদ আহমেদ।
গানটির কথা এমন....
"দিন কিবা রাতে যন্ত্রণায় কাঁদে
তোমাকেই খুঁজে ফেরে তারা
মানুষের যাতনা, দু:খ বেদনা
যায় কি সারা, তোমাকে ছাড়া ?
তুমি তো তোমার নও, তুমি যে সবার
তুমিই তো মানব সেবার রূপকার
তুমি ডাক্তার, তুমি ডাক্তার"
গানটির রেকর্ডিং শেষ হয়েছে এখন ভিডিও নির্মাণের কাজ চলছে। ভিডিও পরিচালনা করবেন বাবু সিদ্দিকী ও মহিদুল মহিম। খুব শিগ্রই গানটি ভিডিওর কাজ শেষ হবে বলে জানিয়েছেন ফরিদ আহমেদ।
Tags:
সঙ্গীতাঙ্গন