সেই
আলোচিত ‘রংবাজ’ সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনি। শাকিব খানকে নিয়ে ছবি না
করার নোটিশ পাঠানোর পরও তাকে নিয়ে রংবাজ সিনেমার শুটিং করে সমিতির আদেশ
অমান্য করায় গত ২৯ এপ্রিল রনির সদস্য পদ বাতিল করার সিদ্ধান্ত নেয় পরিচালক
সমিতি।
উপায়ন্তর
না পেয়ে শেষমেষ বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্দেশ্যে অনলাইনে খোলা
চিঠি লিখেছেন রনি। গতকাল সোমবার রাতে রনি তার ফেসবুক স্ট্যাটাসে এ চিঠি
লিখেছেন।
রনি
বলেন, ‘সাম্প্রতিক বেশ কিছু ব্যক্তিগত, পারিবারিক এবং কর্মক্ষেত্র
সম্পর্কিত ঘটনায় আমি মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। এই অবস্থায় আমার সামাজিক
যোগাযোগ মাধ্যমে দু'একটি স্ট্যাটাসের মাধ্যমে আমি সমিতির সম্মানিত সদস্যদের
সম্মানে যদি আঘাত করে থাকি, সেজন্য আমি ক্ষমাপ্রার্থী। চলচ্চিত্র পরিবারের
একজন সদস্য হিসেবে পরিচালক সমিতির সদস্য হিসেবে আমি নিজেকে গর্বিত বোধ করি
এবং সমিতির যে কোন সিদ্ধান্তের প্রতি আমার আস্থা রয়েছে এবং ভবিষ্যতেও
থাকবে।’
তিনি
আরো বলেন, ‘এই সমিতিই আমার পরিচয়, আমার সার্বিক অবস্থা বিবেচনায় এনে
সমিতির সভাপতি, মহাসচিবসহ প্রতি সদস্যর কাছে আমি আন্তরিকভাবে আমার
কর্মকাণ্ডের জন্য দু:খ প্রকাশ করছি। আমি আপনাদের সন্তানতুল্য, ভুল স্বীকার
করে আপনাদের সামনে দাঁড়ালাম, আশা করছি, আমি আপনাদের পিতৃপ্রতিম, ভাতৃপ্রতিম
হাতের আশীর্বাদ পাবো। আমায় আপনাদের ছায়া থেকে বিচ্ছিন্ন না করার জন্য
সবিনয় অনুরোধ করছি।’
Tags:
চলচিত্র