ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক
বাপ্পী চৌধুরী। ২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মাধ্যমে রুপালি জগতে পা
রাখেন। এ পর্যন্ত তিনি ৩০টির অধিক চলচ্চিত্রে কাজ করেছেন।
এরই ধারাবাহিকতায় তিনি এবার ‘রাজকুমার’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করবেন ইস্পাহানি আরিফ জাহান।
এ
প্রসঙ্গে বাপ্পী বলেন, আরিফ জাহান ভাইয়ের ছবিতে এর আগেও কাজ করেছি। এবার
তার আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হলাম। তবে এখনো শুটিংয়ের তারিখ ঠিক করিনি।
ছবিটির
নাম প্রথমে ‘নানি বাড়ি’ রাখা হয়েছিল। পরে পরিবর্তন করে ‘রাজকুমার’ রাখা
হয়। বাপ্পী বর্তমানে ‘পাগলামি’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘প্রেমের বাঁধন’,
‘পলকে পলকে তোমাকে চাই’সহ বেশ কয়েকটি ছবির শুটিং করছেন।
বাপ্পী
অভিনীত উল্লেখ্যযোগ্য ছবি হলো- ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘প্রেম
প্রেম পাগলামি’, ‘তবুও ভালোবাসি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘কি দারুণ দেখতে’,
‘আজব প্রেম’, ‘হানিমুন’, ‘দবির সাহেবের সংসার’, ‘অনেক সাধের ময়না’ প্রভৃতি।
Tags:
চলচিত্র