সাইকেলে বিশ্বভ্রমণকারী ও সাইক্লিষ্ট আবুল হোসেন আসাদ সাইকেল চালিয়ে সারা বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও নিদর্শন আমাদের সামনে নিয়ে উপস্থাপন হয়ে থাকেন। এরই ধারাবাহিকতায় একুশে টিভিতে পবিত্র রমজান মাসে আমাদের সামনে ভিন্ন ধর্মী একটি ট্রাভেল শো নিয়ে হাজির হলেন তিনি । আবুল হোসেন আসাদের উপস্থাপনায় রমজানের বিশেষ ট্রাভেল শো "আরবের পথে পথে"।
এটি চিত্রায়িত হয়েছে ওমান,সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে। বাংলাদেশ স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে এই প্রথম কোন ট্রাভেল শো প্রচারিত হচ্ছে,"আরবের পথে পথে"
আবুল হোসেন আসাদের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন গালিব হাসান। 'ট্রাভেল শো' টি এখন প্রচারিত হচ্ছে রমজান মাসের প্রতিদিন বিকাল ৪:৪৫ মিনিটে একুশে টিভিতে।