আরমিন মুসার নতুন মিউজিক ভিডিও প্রকাশ

https://i.ytimg.com/vi/i1oivnBSBJc/maxresdefault.jpg

নতুন একটি গান নিয়ে হাজির হলেন চলতি সময়ের আলোচিত কণ্ঠশিল্পী আরমিন মুসা। ‘অনেক দিন পর’ শিরোনামের এই গানের ভিডিও সমপ্রতি প্রকাশ হয়েছে বঙ্গবিডির ইউটিউব চ্যানেলে। রাজিব আশরাফের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরমিন নিজেই। ভিডিওর চিত্রায়ন হয়েছে পুরান ঢাকায় তার নানাবাড়িতে। নির্দেশনা দিয়েছেন অনিরুদ্ধ সেন। গানটি নিয়ে বেশ উচ্ছ্বসিত আরমিন।

 তিনি বলেন, গানটি একেবারেই মনের মতো হয়েছে। এর সুর ও সংগীতও করেছি সময় নিয়ে। ভিডিও হয়েছে বেশ ভিন্নধর্মী আয়োজনে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে এটি। আরমিন মুসা কিংবদন্তি শিল্পী আব্বাস উদ্দীনের বংশধর। মা নজরুলসংগীত শিল্পী ড. নাশিদ কামাল। দেশের বাইরে সংগীতে উচ্চতর ডিগ্রি নিয়েছেন তিনি। বৃটিশ ও ভারতীয় ক্লাসিক্যাল মিউজিশিয়ানদের সঙ্গে একাধিক কাজ করেছেন তিনি। ফুয়াদ আল মুক্তাদিরের সংগীতায়োজনে ‘ভ্রমর কইয়ো গিয়া’র নতুন সংস্করণে কয়েক বছর আগে কণ্ঠ দিয়েছিলেন আরমিন মুসা। সেই গানটি তার কণ্ঠে বেশ প্রশংসিত হয়। এছাড়া কলকাতার সিনেমায়ও গেয়েছেন তিনি। 

        

 

নবীনতর পূর্বতন