ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা। অভিনেত্রীর বাইরেও তিনি একজন নির্মাতা এবং শিল্পী। নব্বই দশক থেকে অভিনয় করে আসছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও নিয়মিত গানের চর্চা করেন।
তবে মাঝে অনেকটা সময় সবকিছু থেকেই দূরে সরে ছিলেন তিনি। সেই নিরবতা ভেঙ্গে গেল কোরবানি ঈদে ফিরেছেন অভিনয়ে। এবার ফিরলেন গানেও।
আগামী ১১ অক্টোবর চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে।
দীর্ঘদিন পর নতুন গান প্রকাশ প্রসঙ্গে ঈশিতা জাগো নিউজকে বলেন, ‘সর্বশেষ পাঁচ বছর আগে গান করেছিলাম। তখন এখনকার মত করে মিউজিক ভিডিও নির্মাণের কনসেপ্ট আসেনি। মাঝে গান নিয়ে বিরতি ছিলো। এরমধ্যে গানের চর্চাটা ঠিকই ছিলো। সেই জন্যই ভাবলাম আবার নতুন গান করি।’
তিনি আরও বলেন, ‘গানের কথানুযায়ী গল্পের উপর ভিত্তি করে এর ভিডিও নির্মিত হয়েছে। গান ও ভিডিওর গল্পের প্রতিটি ধাপে যত্নের ছোঁয়া আছে। আমাদের জীবনের খুব সাধারণ একটি গল্প দেখা যাবে এ ভিডিওতে। আশা করছি সবার পছন্দ হবে।’
বর্তমান ব্যস্ততা ও অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আসলে অভিনয়ে নিয়মিত নই। আর ওভাবে নিয়মিত হতেও চাই না। ভালো মানের গল্পে কিছু কাজ করবো। তবে সেটা বছরে ২ কিংবা ৩ এর বেশি হবে না।’
সম্প্রতি আসিফ ইকবাল এবং সোহেল আরমানের কথায় অদিতের সঙ্গে আরও দুটি গানের কাজ শেষ করেছেন ঈশিতা। চলতি বছরের শেষের দিকে আরও একটি গান প্রকাশ করবেন বলে জানালেন এই অভিনেত্রী।
Tags:
বিনোদন