এনটিভিতে সরাসরি সম্প্রচারিত শিক্ষামূলক কুইজ অনুষ্ঠান ‘জানার আছে বলার আছে’। প্রতি পর্বে একজন অতিথি আলোচনায় অংশ নেন। এবারের অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন তরুণ কন্ঠশিল্পী এ.আর আরিক ।
যিনি "মন ময়না" গান দিয়ে বেশ পরিচিতি লাভ করেন । অনুষ্ঠানে তিনি তার ব্যক্তি জীবনের কথা ও কিছু গান পরিবেশন করবেন ।
সোনিয়া রিফাতের উপস্থাপনায় অনুষ্ঠানটি আগামীকাল (সোমবার) বিকেল ৪টা ১০ মিনিটে এনটিভিতে সরাসরি সম্প্রচারিত হবে , অনুষ্ঠানে দর্শকরা ফোনকলে যোগ দিতে পারবে ।
Tags:
বিনোদন