ইউটিউবে শানের নতুন গান "চক পেন্সিল"

আনন্দের গানে অনেক তারকা কণ্ঠশিল্পীই কণ্ঠ দিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার কণ্ঠ দিলেন 'কন্যারে...' খ্যাত গায়ক শান। ‌'চক পেন্সিল' শিরোনামের এই গানটি গতকাল সন্ধ্যায় প্রকাশ হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে। শানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান সাজ্জাদ।

গান প্রসঙ্গে শান বলেন, গতানুগতিকের বাইরে একটু বিষয়ভিত্তিক লিরিক খুঁজছিলাম। তারেক আনন্দ ভাইকে বলি ডিফারেন্ট টাইপ কোনো লিরিক আপনার কাছে আছে কিনা। তারপর তিনি ‌'চক পেন্সিল' গানের লিরিকটি দেন। এক ঝলকেই গানের কথা আমার পছন্দ হয়। অনেক সময় নিয়ে গানটি তৈরি করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।

তারেক আনন্দ বলেন, এমন কথার গান ইচ্ছে করলেই বারবার লেখা যায় না। একবারই হয়। ছোটবেলায় দেখেছি, প্রিয় মানুষের নাম বা নামের প্রথম অক্ষর চক পেন্সিলে দরজায় লিখে রাখতে । সেই স্মৃতি থেকেই লেখা ‌'চক পেন্সিল'। সুর, সংগীত, গায়কীর সুন্দর সমন্বয়ের এ গানটি শ্রোতাদের ভালো লাগবে।

নবীনতর পূর্বতন