প্রকাশিত হলো সময়ের আলোচিত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী ইলিয়াস হোসেন ও মোহনার নতুন দ্বৈত গান 'ও জান'। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বাকিন। গানটির সংগীতায়োজন করেছেন রেজওয়ান শেখ।
গানটি নিয়ে ফয়সাল রাব্বাকিন বলেন, ইলিয়াস ভাই .এবং মোহনা খুব ভালো গেয়েছেন। আশা করি গানটি সবার ভালো লাগবে।
ইলিয়াস হোসেন বলেন, অনেক যত্ন নিয়ে গানটি করা। আমি সব সময়ই দর্শকের কথা মাথায় রেখে গান করার চেষ্টা করি। আশা করি গানটি শ্রোতাদের ভালো
আজ বিকেল ৫ টায় ইলিয়াস হোসেন ও মোহনার 'ও জান' শিরোনামের এই গানের লিরিক্যাল ভিডিও এফ.আর এন্টারটেইনমেন্ট এর ব্যানারে প্রকাশিত হয়েছে। ইতিমধ্যেই গানটি শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। অনেকে গানটি লিংক শেয়ার করে ইতিবাচক মন্তব্য করেছেন।
Tags:
সঙ্গীতাঙ্গন