ভেঙে ফেলা হচ্ছে রাজমনি সিনেমা হল

ঢাকাই সিনেমার সঙ্গে কিছু হলের সম্পর্কটা একটা জুটির মতো। রাজধানীর ‘রাজমনি’ সিনেমা হল সেই তালিকায় অন্যতম। ১৯৮৩ সালে হলটি নির্মাণ করা হয়। দেশীয় চলচ্চিত্র শিল্পের উত্থান-পতনের সাক্ষী এই সিনেমা হল।

রাজধানীর কাকরাইলে অবস্থিত রাজমনি সিনেমা হল ভেঙে ফেলা হচ্ছে। হাজারো ইতিহাসের সাক্ষী এই সিনেমা হলটি।

রোববার (১৩ অক্টোবর) সিনেমা হল থেকে মেশিন, সার্ভার খুলে ফেলা হয়েছে। আগামী সপ্তাহে ভেঙে ফেলার কাজ শুরু হবে সিনেমা হলটির। সিনেমা হলের মালিক মুক্তিযোদ্ধা আহসানউল্লাহ মনির ভাতিজা মোহাম্মাদ শহীদুল্লাহ বিষয়টি জানান।এ ব্যাপারে গণমাধ্যমকে মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘দেশের সিনেমার অবস্থা খুব খারাপ সেজন্য হলটি আর চালানো সম্ভব হলো না। খুব দ্রুত হলটি ভেঙ্গে ফেলে কর্পোরেট ভবন নির্মাণ করা হবে।’

এদিকে রাজমনি সিনেমা হল ভেঙ্গে সিনেপ্লেক্স নির্মাণ হচ্ছে বলে খবর শোনা যায়। কিন্তু সেই খবরটি সত্যি নয়। সেখানে কর্পোরেট ভবন নির্মাণ হবে। ১৯৮৩ সালে রাজমনি সিনেমা হল নির্মাণ করা হয়।

 তবে সেখানে কোনো সিনেপ্লেক্স থাকবে না। এরই মধ্যে চাউর হয়েছে রাজমনি হল ভেঙে সেখানে একটি সিনেপ্লেক্স করা হবে। বিষয়টি গুজব দাবি করে মোহাম্মাদ শহীদুল্লাহ বলেন, ‘এখানে কোনো সিনেপ্লেক্স হচ্ছে না। কর্পোরেট ভবন নির্মাণ হবে মাত্র। কেউ যদি সিনেপ্লেক্স খুলতে চায় ভাড়া নিয়ে সেটা অন্য ব্যাপার। আমাদের তেমন কোনো পরিকল্পনা নেই।’

 

নবীনতর পূর্বতন