সিনেমা প্রেমী বিজয় কুমারের জন্মদিন আজ



আজ মহান বিজয় দিবসে বাংলা চলচিত্রের একনিষ্ঠ ভক্ত বিজয় কুমার ঘোষের শুভ জন্ম দিন। ছোট বেলা থেকেই বাংলা সিনেমার ভক্ত ছিলেন বিজয়। স্বপ্ন ছিল সিনেমার এই মানুষদের কাছ থেকে দেখা। যে ভাবা সেই কাজ, এখন তো বিএফডিসি তে প্রায়  আসা যাওয়া হয়  বিজয়ের।

কোন নায়ক-নায়িকার নতুন কোন ছবি আসবে সারা দিন তাই নিয়ে ব্যাস্ত থাকে সে। কখন যে হলে গিয়ে নতুন ছবি দেখবে সেটাই তার এখন নেশা। প্রায় সকল অভিনেতা-অভিনেত্রী ই কম বেশী তাকে চিনে। সকলেই তাকে বাংলা সিনেমার গুপ্ত চর বলে ডাকে, কেননা সকল সিনেমার খবর কেবল মাএ তার কাছেই পাওয়া যায়।

পাশাপাশি তিনি "বিনোদন বক্স " নামের একটি অনলাইন নিউজ পোর্টালের সিনিয়র রিপোর্টার হিসেবেও কাজ করছেন। তার জন্মদিনে সবাই তার সুস্থতা ও শুভ কামনা জানিয়েছেন।
নবীনতর পূর্বতন