কিংবদন্তী চিত্রনায়িকা শাবনূরের জন্মদিন উপলক্ষ্যে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ- জনতা ব্যাংক এর সাধারণ সম্পাদক জনাব আশরাফ উল আলম ব্যাকুল এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। আয়োজনে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণের মাধ্যমে উদযাপন করেন।
উল্লেখ্যঃ ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। তার পর্দার পেছনের নাম নুপুর। প্রথম চলচ্চিত্র কিংবদন্তি পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’। ১৯৯৩ সালের ১৫ অক্টোবর ‘চাঁদনী রাতে’ মুক্তি পায়। সাব্বিরের বিপরীতে অভিনীত চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়।
তবে শাবনূরের মুগ্ধতার ইতিহাস শুরু হয় ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়ে। সালমান শাহের সঙ্গে জুটি বেঁধে এই নায়িকা ১৪টি ছবি করেন। তার সবগুলোই রেকর্ড সংখ্যকভাবে ব্যবসায়িক সাফল্য পায়।
Tags:
বিনোদন