মঞ্চ মাতিয়েছেন জেমস-শাফিন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মঙ্গলবার রাতে ফেনী পৌর আওয়ামী লীগ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছেন জেমস-শাফিনসহ অন্য তারকারা। মাইলসের শাফিন আহমেদ তার ‘নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনা... ফিরিয়ে দাও, আমার এ প্রেম এভাবে চলে যেও না’ গান গেয়ে শোনান। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে মাইলসের পরিবেশনা। রাত বাড়তেই গানের তালে সুরের ছন্দে মঞ্চ মাতিয়েছেন রকস্টার গুরু নগর বাউলের জেমস। নগরবাউলের সুরের সাম্পানে ভাসে দর্শক-শ্রোতারা। এছাড়া চট্টগ্রামের ব্যান্ড নাটাই ও শিল্পী আনিকা গান এবং কৌতুক পরিবেশন করেন হারুন কিসিঞ্জার। ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে বিকেলের পর থেকে দর্শকের ভিড় বাড়তে থাকে। দর্শক-শ্রোতাদের চাপে সন্ধ্যার মধ্যে কলেজ রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।
নবীনতর পূর্বতন