আসছে ‘লাকি ভাস্কর ২’,

একজন সাধারণ ব্যাংক কেরানি ভাস্কর, হঠাৎ বিপুল অঙ্কের গোপন অর্থের খোঁজ পান। সেই টাকায় বদলে যায় তার জীবন—বিলাসিতা, সম্মান, ক্ষমতা। কিন্তু শিগগিরই টাকার উৎস ও বেআইনি লেনদেন নিয়ে তদন্ত শুরু হয়। এরপর ভাস্কর পড়ে যান নৈতিকতা, লোভ আর আইনের জটিল দ্বন্দ্বে। এক সাধারণ মানুষের ভাগ্য বদল ও তার মূল্য চোকানোর গল্পে নির্মিত ‘লাকি ভাস্কর’ সিনেমাটি মুক্তি পায় গেল বছর। সিনেমাটিতে ভাস্কর চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান এবং তার স্ত্রীর চরিত্রে মীনাক্ষী চৌধুরী। সিনেমাটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে। অবশেষে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল।
নবীনতর পূর্বতন