জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইলিয়াস হোসাইনের কন্ঠে প্রকাশিত হলো "মিষ্টি ভালবাসা" শিরোনামে নতুন একটি মিউজিক ভিডিও । গানটি লিখেছেন সুদীপ কুমার দীপ । সুর করেছেন ইলিয়াস নিজেই এবং সংগীতায়োজন করেছেন এম.এম.পি রনি। ।
গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রুবেল হাওলাদার । গানের সাথে গল্পের উপর মডেলদের অংশগ্রহণে বিভিন্ন দৃশ্য ভিডিওটিকে দৃষ্টিনন্দন করেছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন করিব হাসান,আনিকা ও ইমরান। গানটির প্রযোজনা প্রতিষ্ঠান জে .এস এন্টারটেইনমেন্ট তাদের ইউটিউব চ্যানেল আজ (বৃহস্প্রতিবার) সন্ধ্যায় ভিডিওটি মুক্তি দেয় ।
গানটি নিয়ে ইলিয়াস হোসাইন বলেন, ‘ গান করতে পেরে খুব আনন্দ লাগছে। গানের সাথে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে। আমি অত্যন্ত আশাবাদী, গানটি সবার কাছে জনপ্রিয়তা অর্জন করবে।
Tags:
সঙ্গীতাঙ্গন